আগুন্তুক(প্রকাশকালঃ ২৩/০৮/১৯)
গন্তব্যে পৌছানোর জন্যে একটি রিক্সা খুজছিলাম।রিকশার জন্যে অপেক্ষা না করে হাটটে হাটটে প্রায় এক তৃতীয়াংশ চলে গেলাম।ইতি মধ্যে ঘাড়ের প্রচন্ড ব্যাথায় আর হাটটে নারাজ।ঘাড়টা কাদ বরাবর করতে না করতেই পেছন থেকে কে যেন(অর্ধ বয়সি মেয়ে) বাবু বলে ডাক দিলো।কিছু বুঝার উঠার আগেই মেয়েটি আমার সামনে হাজির হলো।
অতপরঃতাহার সাথে কিছু আত্মকথন হলো-
গতকাল ও কিচ্ছু খায় নি।বলা বাহুল্য যে,সে আমাকে ৬৩ টা কল দেওয়ার সত্তেও আমি কলটি রিসিভ করতে পারি নাই।কল রিসিভ না করার কারণটি হলো আমি তখন সদরঘাট থেকে মিরপুরে রওনা দিছিলাম,ইতোমধ্যে আমার মানিব্যাগের স্বাস্থ্য খুবই খারাপ তার উপর মিরপুরে যাত্রা।যাই হোক কোনো রকমে একটি লোকাল বাসে দাড়িয়ে মিরপুরে পৌছলাম।এমন সময় মোবাইল টি পকেট থেকে বের করার সময় দেখি মোবাইল টি আর পকেটে নেই।এখন গন্তব্য স্থানে পৌছবো কিভাবে, ও মনে হয় কম হলেও ৫০ বার কল দিয়েছে।এই কয়েক দিন মানসিক প্রেসারে কিছুই মনে থাকে না,তাই বাবুটা আমাকে ২৪/৭ কল দেয়।গতকাল কাজের এমন প্রেসার ছিলো যে ওর সাথে আমার কয়েক মিনিট কথা হয়েছে যেখানে দৈনিক আট থেকে নয় ঘন্টাই কথা হতো।
ওর রাগ ভাঙ্গানোর জন্যে কি করা যেতে পারে.....কয়েক মিনিট ভাবলাম এবং আবিষ্কার করলাম ওর বেস্ট ছবিটার স্ক্রেচ আকবো।এর আগে ওর জন্মদিনে একটা স্কেচ উপহার দেওয়া হয়।স্কেচ আকা প্রায়ই শেষ, প্রায় সাত ঘন্টায় একটি স্কেচ আকা হলো,জানি না কেমন হয়েছে।তবে দূর থেকে ওর লাল ঠোট আর কপালের টিপটা সবার চোখে পরবে।স্কেচ আকার সময় ওই দিনটার কথা বেশি মনে পরেছে যেইদিন ওর উষ্ণ ঠোটে প্রথম আলিঙ্গন করলাম। সত্যি ওই দিনটা কখনো ভুলবার নয়,কেননা ওই দিনে সে প্রথম শাড়ি পড়েছিলো, সাথে কপালে একটা লাল টিপ।হাটটে হাটটে চলে গেলাম গ্রিন রোডে, রোডের দুদিকেই সোডিয়াম লাইট, পাশেই ছোট্ট একটি লেক।শাড়ির আচলে লেকে প্রতিফলন হয়ে বিকিরণ ঘটাচ্ছে চারোদিকে।এ-এক রোমাঞ্চকর দৃশ্য!!!



পরের দিন ওকে কল দেই এবং গ্রিন রোডে দেখা করতে বলি।কল রিসিভ করে কতক্ষণ চুপ করে থাকলো,কয়েক মিনিট পর কথা বলে কলটি কেটে দিলো।
আমার স্কেচ করা ছবিটি সাথে রেখে ঘুমিয়েছিলাম। কাল ভোরে উঠতে হবে তাই আজ রাত জাগলাম না।
আমার স্কেচ করা ছবিটি সাথে রেখে ঘুমিয়েছিলাম। কাল ভোরে উঠতে হবে তাই আজ রাত জাগলাম না।
সকালে ঠিক মতো উঠতে পারি নাই,প্রত্যেকবার আমার দেখা করতে দেরি হয়,ইতিমধ্যেই সাতটা মেসেজ দিয়েছে।তাই বরাবরের মতো কান ধরে "সরি বাবু" বলে সরি বলা অভ্যাসে পরিনত হয়েছে.......
To be continued (series p1 of p5)
https://www.facebook.com/samdani.khan.096
লিখাঃ #Md_Golam_Samdani
owww....
ReplyDelete